ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

সীতাকুণ্ডে টিএসপি সার বোঝাই ট্রাক জব্দ,আটক ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০০ বস্তা টিএসপি সার বোঝাই একটি ট্রাক সহ ৪ জনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ২টা নাগাদ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বড় দারোগারহাট এলাকায় ৩০০ বস্তা টিএসপি সার বোঝাই একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি চট্টগ্রাম থেকে সার নিয়ে ঢাকার পথে যাচ্ছিল। ট্রাকে মোট চারজন মানুষ ছিলেন। তারা সারের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সারসহ ট্রাকটি আটক করে এবং সার পাচারে জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে উক্ত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত চার যুবক হল চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মোহাম্মদ খলিল (৩২), দিনাজপুরের মোহাম্মদ রবিউল (৩০), মোহাম্মদ সাজু (৩৪) ও মো. রাকিবুল (৩২)। জিজ্ঞাসাবাদে তারা সারগুলো নীলফামারী নিয়ে যাচ্ছে বলে জানায়। তবে সারগুলো তাদের বলে দাবি করলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা এ বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। শেষে সীতাকুণ্ড থানার এএসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

এস আই আতিকুর বহমান বাংলাকে জানান এ ঘটনায় চারজন’কে গ্রেফতার করা হয়।পরে তাদেরকে কোর্টে চালান করা হয়।এছাড়া সার ও গাড়ি সীতাকুণ্ড থানার হেফাজতে আছে বলে জানান তিনি।

ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, সারগুলো যে তারা কিনেছেন সে নথিপত্র চাইলে তারা দেখাতে পারেনি। এসব সার তারা কোথা থেকে পেল তারও সদুত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে অবৈধভাবে সারগুলো চট্টগ্রামের টিএসপি সারকারখানা থেকে নীলফামারী পাচার করা হচ্ছিলো। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved