ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

ফুলতলা নবজাগরণ সামাজিক সংগঠন উদ্যেগে রাস্তার মাটি অপসারণ

চট্টগ্রাম র সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায়
“ফুলতলা নব জাগরণ সামাজিক” সংগঠনের উদ্যােগে ফুলতলা নতুন রাস্তায় যে মাটিগুলো জমিয়ে আছে। সেই মাটিগুলো সরানোর কাজ করতেছে। এই মাটি গুলো জন্য সাম্প্রতিক সকল দুর্ঘটনা হচ্ছে রাস্তার মাথায়।রাস্তায় কাজ করার সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ। সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোঃ সোহাগ,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, অর্থ সম্পাদক রুবেল চৌধুরী। সংগঠনের সদস্য আলভী চৌধুরী, আসাদুজ্জামান আতিক,সজীব,ইরফান,ইন্তু,বাঁধন, জুবায়ের ইসলাম সকলে সম্মলিত ভাবে অনেক সুন্দর করে রাস্তার কাজটা সম্পন্ন করে।

অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক, জনাব রিয়াজ উদ্দিন বলেন :
দীর্ঘ দিন যাবৎ এই মাটি গুলো থাকার কারণে, এই পর্যন্ত প্রায় ৫ টা সড়ক দুর্ঘটনা ঘটেছে, অনেক হতাহত হয়েছে। এইসব আহতদের কে অত্র সংগঠন কর্তৃক চিকিৎসার ব্যবস্থা করেছি। এই মাটি গুলোর জন্য এখানে যাত্রী উঠানামা, যাত্রী পারাপারে অসুবিধা হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন আমরা অনেক ভাবে চেষ্টা করেছি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি,কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। কিন্তু কোনো সাড়াশব্দ পাইনি। আমরা আমাদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং যুব সমাজ মিলে এই মাটি গুলো সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করিতেছি। ইনশাআল্লাহ আমরা সফল হবো।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ফুলতলা নবজাগরণ সামাজিক সংগঠন কর্তৃক আমরা অনেক গুলো কাজ করছি,রাস্তা মেরামত করা, গ্রাম সাইডে যেখানে সবসময়ই অন্ধকার থাকে, সেখানে আমরা লাইটের ব্যবস্থা করেছি। জুয়া,মাদক এর বিরুদ্ধে আমাদের সংগঠন দাঁড়িয়েছে।এই ছাড়াও আমাদের আরও একটা উদ্যেগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে শিশু কবরস্থান যেটা অনেক দিন যাবৎ অবহেলিত ছিলো। অত্র সংগঠনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবং ইতিমধ্যে আমার এই কবরস্থানের চতুর্পাশে ঘেরাও দিয়ে ফেলেছি। আমরা এখনও অর্থনীতির একটা ব্যবস্থা করিতেছি। যদি আমাদের অর্থটা যথাযথ ভাবে হয়,তাহলে ইনশাআল্লাহ আমরা আর সি সি পিলারে, চার ফিট একটা দেওয়াল করে, কবরস্থানের চতুর্পাশে গঠন করে দিবো। আরও গুরুত্বপূর্ণ ও জরুরি এবং প্রয়োজনীয় অনেক কথা বলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved