ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

মোংলায় জমি জমার বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩

জমি জমার বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মোংলার ১ নং ওয়ার্ডের কুমারখালী এলাকায় । মোংলা থানায় মোঃ মিজানুর রহমানের দায়ের করা অভিযোগের মাধ্যমে জানা যায়,

২০ শে জানুয়ারি (২০২৫) মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটের সময় মোঃ মিজানুর রহমান (৪২) তার প্রতিবেশী মোঃ ইব্রাহিম মোল্লা (৪০) মোঃ ইসমাইল মোল্লা (৩৮) মোঃ ইদ্রিস মোল্লা (৩৫) এর সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছে । ওই ঝগড়া বিবাদ স্থায়ীভাবে মীমাংসা করার জন্য মোঃ মিজানুর রহমান মোংলা উপজেলার আইন সমিতিতে জমি পরিমাপের জন্য একটি আবেদন দাখিল করেন । ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মোংলা উপজেলার আমিন সমিতির ৩জন আমিন ২০শে জানুয়ারি (২০২৫) দুপুর দুইটা ৩০ মিনিটের সময় জমি পরিমাপ করতে যায় ।

এ সময়ে স্থানীয় বিচারকদের উপস্থিতিতে জমি পরিমাপের কাজ শুরু করতে গেলে মোঃ ইব্রাহিম মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী মিজানুর রহমান সহ তার বড় শ্যালক মোঃ আব্দুর রহমান,মিজানুর রহমানের শশুর, মেয়ে, এবং তার স্ত্রীর উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপ শুরু করে । এ সময় সবাই দিকবেদিক ছোটা ছুটি করার এক ফাঁকে মিজানুর রহমানের বড় শ্যালক মোঃ আব্দুর রহমানের উপর চাইনিজ কুড়াল, রড, রামদা দিয়ে উপর্যুপরি কোপ শুরু করে ।

ওই সময় আব্দুর রহমান চাইনিজ কুড়ালের কোপ খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে । এ সময় তাকে রক্ষা করতে তার পিতা দৌড়ে আসলে, তার গায়ে ওই গুন্ডাবাহিনী ইট দিয়ে আঘাত করলে তার গাল এবং মাথা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয় । পরে তার উপরও চলে বর্বরচিত পৈশাচিক নির্যাতন । এ সমস্ত ঘটনা মোবাইলে ভিডিও করার অপরাধে মিজানুর রহমানের মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণীর ছাত্রী জান্নাতকে ওই সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারধর শুরু করে এবং তার হাত থেকে মোবাইল কেড়ে নেয় এবং ভিডিওগুলো ডিলিট করে দেয় ।

এ সময়ে তাদের ডাক চিৎকারে এলাকাবাসীর ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এদের মধ্য আব্দুর রহমানের অবস্থা আসংখ্যজনক বিধায় খুলনা হাসপাতালে রেফার করে ডাক্তার । পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved