ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

মান্দায় ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আফসারুজ্জামান। তিনি বলেন, “ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া এ কার্যক্রম সফল করা সম্ভব নয়।”

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন মণ্ডল এবং ডা. তোফাজ্জল হোসেন।

বক্তারা হালনাগাদ কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতার ওপর জোর দেন এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া তার বক্তব্যে বলেন, “নির্ভুল ভোটার তালিকা তৈরি করা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি। হালনাগাদ কার্যক্রমে সবাইকে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে।”

উল্লেখ্য, আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারদের নিবন্ধন এবং মৃতদের নাম বাদ দেওয়ার কাজ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved