ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

নওগাঁয় রাতের অন্ধকারে বৃদ্ধাকে হত্যা

নওগাঁর নিয়মতপুরে বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে কে বা কাহারা মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৪ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বেগম জয়পুর গ্রামের মোকসেদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনায় নিহত বেগমের ছেলে ইমরান আলী (৩২) জানান, আমি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাই। আমার বাবা অসুস্থ্য। তিনি বিছানায়। রাত ৯টার দিকে বাড়ি এসে দেখি আমার মা নাই। বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাথরুমে গেছেন অনেকক্ষন হলো কিন্তু এখনো আসে নাই।

সাথে সাথে আমি বাথরুমের দিকে গেলে দেখি আঙ্গিনায় মা অচেতন অবস্থায় পড়ে রয়েছে। কপালে আঘাতের চিহ্ন। আমি সাথে সাথে প্রতিবেশীদের ডেকে মাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, নিহত বেগমের ছেলে ইমরানের সাথে তা স্ত্রীর দ্বন্ধের এক পর্যায়ে তাদের তালাক হয়ে যায়। ইমরানের স্ত্রীর বাবার পরিবার ইমরানের মা বেগকে দোষারোপ করতো। হয়তো ইমরানের শশুড়বাড়ীর লোকজনই এক ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ রির্পোট লিখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, নিহতের ছেলে ইমরান বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে। নিহত বেগম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পরে দাফনের সিদ্ধান্ত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved