ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন:

কর্মব্যস্ত জীবনে প্রশান্তির কিছু মুহূর্ত ভাগাভাগি করতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত হয় বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব।
গত বৃহস্পতিবার ২০-০২-২০২৫ ইংরেজি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানো, কাজের চাপ থেকে সাময়িক বিরতি নেওয়া এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়। এবারের বনভোজনের জন্য বেছে নেওয়া হয় মৌলভীবাজার জেলার অন্যতম সুন্দর পর্যটন স্পট রাজনগর রাবার বাগান লাল পাহাড় নামেও পরিচিত।
২০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার পৌরসভার সম্মুখ থেকে সাংবাদিকরা একত্রিত হন এবং নির্ধারিত সময় অনুযায়ী মটরবাইক এবং কার মাইক্রোবাসে চড়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন। ভ্রমণের পুরোটা সময়ই ছিল প্রাণবন্ত—গানে, আড্ডায়, গল্পে, আর হাসি-ঠাট্টায় মেতে ওঠেন সবাই। যাত্রাপথের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করে। কয়েক ঘণ্টার মধ্যে দলটি লাল পাহাড় টিলা পৌঁছে যায় এবং সেখানে নেমেই শুরু হয় প্রকৃতির সঙ্গে নিবিড় ভাবে মিশে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা।
পর্যটন স্পটটিতে পৌঁছানোর পর সাংবাদিকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এলাকা ঘুরে দেখেন। কেউ পাহাড়ি পথ ধরে হেঁটে চলে যান, কেউ ব্যস্ত হয়ে পড়েন ছবি তোলায়, আবার কেউ কেউ চা বাগানের মনোরম পরিবেশে বসে গল্পগুজবে মেতে ওঠেন। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই নিজেদের স্মৃতির পাতায় বন্দি করতে ফটোসেশনে অংশ নেন।
বনভোজনের মূল পর্ব শুরু হয় সকলের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। সাংবাদিকরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং একসঙ্গে মিলিত হওয়ার আনন্দ ভাগাভাগি করে নেন। কর্মক্ষেত্রের বাইরে এ ধরনের আয়োজনে সবাই নিজেদের আরও কাছাকাছি আসার সুযোগ পান।
এরপর শুরু হয় বিনোদনমূলক প্রতিযোগিতা, যা ছিল দিনের অন্যতম আকর্ষণ। হাঁড়ি ভাঙা, মিনি গোলবারে গোল দেওয়া,ঝুড়িতে বল প্রবেশ করানো, এবং ম্যাজিক মোহনের ম্যাজিক জাদু দেখানো এবং অনলাইন প্রেসক্লাবের অন্যতম সদস্য জাহাঙ্গীরের কন্ঠে অসাধারণ গান পরিবেশন করাসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে সাংবাদিকরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং নিজেদের সেরাটা প্রদর্শনের চেষ্টা করেন। খেলার প্রতি আগ্রহী অংশগ্রহণকারীদের পাশাপাশি উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
বিভিন্ন খেলাধুলা ও আনন্দ-উল্লাসের পর মধ্যাহ্নভোজের প্রস্তুতি শুরু হয়। ঘরের পাকের রান্না করা খাবার যেখানে স্থানীয় স্বাদের সুস্বাদু খাবার ব্যবস্থা করা হয়।
একসঙ্গে বসে দুপুরের খাবার খাওয়ার মাধ্যমে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবাই মিলে আয়োজকদের ধন্যবাদ জানান এমন চমৎকার একটি অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য।
দুপুরের খাবারের পর আসে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের পালা। আয়োজকরা বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং পুরস্কার তুলে দেন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীরাও আনন্দিত ছিলেন, কারণ সবাই মিলেই দিনটি উপভোগ করেছেন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মাহমুদুর রহমান, ও সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন, মামুনুর রশিদ তরফদার, মাও:আব্দুল আজিজ রিয়াদ, জুবায়ের আহমেদ, সাইফুল ইসলাম,আহমদ পায়েল,সাইদুল ইসলাম,আলী মোহাম্মদ, সৈয়দ ফেরদৌস, ময়নু হোসেন, রুয়েল আহমদ,আব্দুল হাদী রাফি, নাসরিন প্রিয়া সহ আরও অনেকে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ডা:সাদিকুর রহমান,এম এ হামিদ,মাহবুবুর রহমান রাহেল,এস এম মেহেদী হাসান,মো:তাজুদুর রহমান,আমিরুল ইসলাম, লন্ডন প্রবাসী শামীম তরফদার প্রমুখ।

দিনের শেষে সবাই একসঙ্গে আবার মোটরবাইক এবং কার মাইক্রোবাস যোগে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। যাত্রা পথেও আলোচনা চলে দিনভর ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে। সারাদিনের এই আনন্দঘন মুহূর্তগুলোর স্মৃতি সবার মনে দাগ কেটে যায়। এমন একটি আয়োজন নিঃসন্দেহে কর্মব্যস্ত জীবনে নতুন উদ্যম ও শক্তি যোগাবে, যা ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাজ করতে অনুপ্রেরণা দেবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved