ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

আজ থেকে শুরু হল তিন দিনব্যাপী শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা

হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী এ মেলায় এবার আনুমানিক বিশ লক্ষাধিক পূণ্যার্থীর আগমন ঘটবে বলে জানিয়েছে আয়োজক মেলা কমিটি। গতকাল সোমবার বেলা ১১টায় সীতাকুণ্ডের পৌরসভার প্রেমতলা এলাকায় মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন, মেলা কমিটির উপদেষ্টা দুলাল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মনোজ কুমার নাথ, অতিরিক্ত সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, সাংগঠনিক সম্পাদক সুজন মল্লিক, অর্থ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ প্রমুখ।

এ সময় মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, বিগত সময়ে মেলায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিন্তু এবার মেলা নির্ভীঘ্ন করতে চাঁদাবাজি, চুরি, ছিনতাই বন্ধে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এই মেলার প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি মেলাকে সার্বজনীন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া জামায়াত নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। কথা হয়েছে ছাত্র সমন্বয়কদের সাথেও। মেলায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি, জামায়েত ও ছাত্র সমন্বয়েকের আলাদা আলাদা টিম কাজ করবে।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মহাসড়ক থেকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত ৫৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তীর্থ যাত্রীদের আবাসন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চিকিৎসা ক্যাম্প, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ পূণ্যার্থীদের সার্বিক সহযোগিতায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেলা কমিটির উপদেষ্টা দুলাল কুমার বিশ্বাস বলেন, সনাতন ধর্ম মতে সব জায়গায় তীর্থ করলেও সীতাকুণ্ডে তীর্থ না করলে তীর্থযাত্রা অপূর্ণ থেকে যাবে।  সীতাকুণ্ডবাসী হিসাবে আমরা গর্বিত দেশের অন্য যেকোন স্থানের তুলনায় এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ রয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম বলেন, শিব চতুর্দশী মেলা সুন্দর ও সচারুরূপে সম্পন্নের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ৬ শতাধিক পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে। এছাড়া আনসার-ভিডিপির সদস্যরাও মেলায় দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved