আজ (৭ ইং মার্চ) রোজ শুক্রবার হাটহাজারী উপজেলা ডাকবাংলো চত্বরে একটিভ বয়েজ এর উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক, ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর আম্মাজান বেগম ডালিয়া নাজনীন নাছির, ছোট বোন ও ফুফির মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল মোঃ আবু হানিফ চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সংগ্রামী আহ্বায়ক, একটিভ বয়েজ এর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জনাব এম.এ শুকুর মেম্বার।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তকিবুল হাসান চৌধুরী তকি।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ জালাল উদ্দিন ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও একটিভ বয়েজ এর উপদেষ্টা।
উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, এক্টিভ বয়েজ এর প্রধান সমন্বয়ক মোহাম্মদ রিজওয়ান।
আরো উপস্থিত ছিলেন, একটিভ বয়েজ এর সমন্বয়ক কেফায়াতুল্লাহ চৌধুরী, আবু বক্কর, সেলিম মাস্টার, হারুন, আব্দুল হালিম, মোঃ মঞ্জু, আফসার শিকদার, মোঃ সালাউদ্দিন, জাহেদ, সাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোঃ সাইফুল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম, শ্রমিক দলের সভাপতি মোঃ রুবেল ও অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শুকুর মেম্বার বলেন, হাটহাজারীর সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর শ্রদ্ধেয় আম্মাজান এবং ছোট বোন ও ফুফির রুহের মাগফেরাত কামনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমরা সকলে দোয়া করব, যেন তিনার আম্মাজান, ছোট বোন ও ফুফিকে মহান আল্লাহ তা’আলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন,আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং দীর্ঘ হায়াত দান করেন সেই দোয়া কামনা করেন সকলের কাছে।