ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

ইপসার উদ্যোগে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সক্ষমতাবৃদ্ধির প্রশিক্ষণ সম্পন্ন

১৮মার্চ-২০২৫ খ্রী.(রবিবার) জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO) অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত  “Child centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local  in Northern and Coastal Areas of Bangladesh  “উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বাঁশখালী উপজেলায় প্রকল্পভূক্ত এলাকায় প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে” দুর্যোগ প্রস্তুতি ও পূর্বাভাসমূলক কর্মপদ্ধতি নারী উদ্যোক্তাদের সক্ষমতাবৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ ” সম্পন্ন হয়।

একই সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দ্যা গোল্ডেন স্পুন ( খুলশী) হলরুম এবং বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। চট্টগ্রামে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার। পাহাড়ধসের অধিকতর ঝুঁকিপূর্ণ প্রকল্প এলাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৪ টি ৭ নং পশ্চিম ষোলশহর, ৮ নং শুলকবহর, ৯ নং উত্তর পাহাড়তলী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড, বাঁশখালী উপজেলার ৪টি ইউনিয়ন সাধনপুর, পুকুরিয়া, কালিপুর এবং বৈলছড়ি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নারীদের উদ্যোক্তাদের দুর্যোগকালীন সময়ে ব্যবসায়িক কৌশল ও অগ্রগতি সাধনে ৫টি ধাপে যথাক্রমে দুর্যোগকালীন ঝুঁকি ও ব্যবসায়িক প্রভাব, পূর্বাভাস ভিত্তিক কার্যক্রম ও আগাম প্রস্তুতি, নগদ সহায়তার উদ্দেশ্য ও সুবিধা, ডিজিটাল ও আর্থিক স্বাক্ষরতা, হাতে কলমে মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা ও ব্যবহার পদ্ধতি ‘র উপর উক্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়।

উল্লেখ্য ইপসা প্রকল্পভূক্ত এলাকায় নির্ধারিত সংখ্যক ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান। তারই আঙ্গিকে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ইপসার ট্রেনিং অফিসার বখতিয়ার হোসেন ও ইপসার কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved