ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস

প্রয়াত চন্দন কুমার বিশ্বাস মহাশয়ের স্মরণে প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজনে স্মরণ সভা সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ভালোবাসা, সহযোগিতা ও একতার বন্ধনে চসাসের কৃতজ্ঞতা প্রকাশ।

প্রয়াত চন্দন কুমার বিশ্বাস মহাশয়ের স্মরণে আয়োজিত স্মরণসভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা চট্টগ্রাম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি—সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি একটি প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন হয়েছে।

এই আয়োজনের সর্বপ্রথম উদ্বেগ ও দিকনির্দেশনার জন্য আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট গবেষক জনাব প্রণব রাজ বড়ুয়াকে। তাঁর প্রাথমিক পরামর্শ ও অনুপ্রেরণাই এই উদ্যোগকে বেগবান করেছে।

অনুষ্ঠান বাস্তবায়নের প্রতিটি ধাপে নিবেদিত ভূমিকার জন্য ধন্যবাদ জানাই চসাসের কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলমকে এবং ব্যক্তিগত উদ্যোগে নিজ শ্বশুরের স্মরণে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাই সাংবাদিক তুষার দাসকে।

সুন্দর ও সুশৃঙ্খল উপস্থাপনার জন্য কৃতজ্ঞতা জানাই চসাসের কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেন ও বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপীকে।

বিশেষ কৃতজ্ঞতা সাংবাদিক আনিছুর রহমানকে, যিনি ছোট ভাই অসুস্থ থাকা সত্ত্বেও অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সার্বিক সহযোগিতা করে আমাদের পাশে ছিলেন।

এছাড়াও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সকল সক্রিয় সদস্যবৃন্দ—যাঁরা নেপথ্যে থেকে এই আয়োজনের সফলতায় অবদান রেখেছেন, আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

সবশেষে, অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ—আপনাদের মূল্যবান উপস্থিতি ও বক্তব্য আমাদের অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত ও অর্থবহ। আপনাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা, সহযোগিতা ও একতার বন্ধন চসাসকে সামনের পথ চলায় আরও দৃঢ় করবে—এই কামনায় চসাস।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved