সন্দ্বীপ প্রতিনিধি :
সন্দ্বীপ থানা’র উদ্যোগে থানা চত্বরে রবিবার (১৩ এপ্রিল) সুধীজন এবং রাজনৈতিক নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তিপূর্ণ সহাবস্থান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার মূল লক্ষ্য ছিল পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইলাম শান্তু, বিপিএম (সেবা)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুন্ড সার্কেল লাবীব আবদুল্লাহ।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, পৌরসভা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব জিএস আবুল বশার, জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার আমীর মাওলানা মীর ইসমাইল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া,গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, সন্দ্বীপ উপজেলা কমিটির সদস্য সচিব ছানাউল্লাহ সানি, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান,হেফাজতে ইসলাম বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার আমীর আলেমে দ্বীন মাওলানা মাহবুব উল্লাহ প্রমুখ।