মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী,চট্টগ্রাম।
গতকাল(১৬ ই এপ্রিল) রোজ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ফটিকছড়ি অংশে (বনা হাট সিদ্ধাশ্রম ঘাট সংলগ্ন এলাকায় খেলা দেখে মোটরসাইকেল যোগে আসার সময় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে যায়।
একজনকে খুঁজে পাওয়া গেলেও প্রবাসী নুর উদ্দিন মঞ্জুকে খুঁজে পাওয়া যায় না। স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত ২:৩০ মিনিটের দিকে লাশের সন্ধান পায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত প্রবাসী নুর-উদ্দিন মঞ্জু ফটিকছড়ি উপজেলার পাঁচ পুকুরিয়া চাঁদের ঘোনা এলাকার নুরুল ইসলাম এর সন্তান।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, প্রবাসী নুর উদ্দিন মঞ্জু এক মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আজ আসর নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে