ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২, ২০ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
অবশেষে ‘বরবাদ’ নিয়ে প্রযোজক ইকবালের কথাই সত্য হলো
গোল্ডেন সিটি লিও ক্লাবের কমিটি নির্বাচন : সভাপতি ফরিদ সেক্রেটারি বিথী
প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা-২৪ পুরস্কার বিতরণী
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার

প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা-২৪ পুরস্কার বিতরণী

চট্টগ্রাম:শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ এর উদ্যোগে প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ ইং এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ(১৮ ই) এপ্রিল রোজ (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. শামীম উদ্দিন খান উপ-উপাচার্য (একাডেমী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড.মোহাম্মদ এনায়েত উল্লাহ পাটওয়ারী পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ রাশেদ চেয়ারম্যান, রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড।

মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা অধ্যক্ষ,লিডার্স স্কুল এন্ড কলেজ।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আবুল হাসেম চৌধুরী বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পৃষ্ঠপোষক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন ডাঃ হাফিজুর রহমান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক প্রত্যয় বাংলাদেশ। প্রতিষ্ঠাতা, শাহ আনোয়ার (রহ:) ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফিরোজ চৌধুরী প্রধান উপদেষ্টা, প্রত্যয় বাংলাদেশ। সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম উত্তর জেলা।
মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী উপদেষ্টা, প্রত্যয় বাংলাদেশ ও মোহাম্মদ আব্দুল কাদের চেয়ারম্যান,পরিচালনা পরিষদ, প্রত্যয় বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সাজিদুল ইমরান সভাপতি, প্রত্যয় বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খাঁন বলেন,এমন সুন্দর একটি আয়োজন করার জন্য প্রত্যয় বাংলাদেশ এর সাথে যারা জড়িত আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এমন আয়োজনে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে এবং তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে।

উদ্বোধক এর বক্তব্যে জনাব মোহাম্মদ রাশেদ বলেন, প্রত্যয় বাংলাদেশ এর এমন শিক্ষামূলক কাজে আমি অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। এমন উদ্যোগে শিক্ষার্থীরা পড়া-লেখার প্রতি আরো বেশি মনোযোগী হবে এবং মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধাবিকাশের সুযোগ পাবে।

উক্ত অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষার্থীদের মাঝে লটারির মাধ্যমে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়। লটারির মাধ্যমে মোহাম্মদ শাহেদ ইসলাম সানফ্লাওয়ার প্রিপারেটরি স্কুল এর শিক্ষার্থী ল্যাপটপ পাওয়ার সৌভাগ্য অর্জন করে।

উক্ত শিক্ষার্থী সে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে, আমি অনেক আনন্দিত কারণ আমি বর্ষসেরা শিক্ষার্থী হিসেবে গণ্য হয়েছি এবং লটারির মাধ্যমে প্রত্যয় বাংলাদেশের যে প্রথম পুরস্কার ল্যাপটপ সেটি আমি পেয়েছি। তাই আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved