চট্টগ্রাম মহানগরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিএমপি ও জেলা প্রশাসনের যৌথ অভিযান। ২২ এপ্রিল মহানগরের কোতোয়ালি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবস্থার অপব্যবহার রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে । অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদ হাসান।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং বিদ্যুৎ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এ সময় মোট ৩টি মামলায় ৮,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে দুটি পৃথক গ্যারেজে অননুমোদিত চার্জিং ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগের অনিয়মের প্রমাণ পাওয়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদ্যুৎ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একইসাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।