ঢাকা, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২, ২১ জিলকদ, ১৪৪৬
সর্বশেষ
চট্টগ্রামের বাঁশখালীতে দেশের প্রথম আবহাওয়া ক্লাব উদ্বোধন
মানবসেবা সংগঠন উদ্যোগে হালিশহরে শরবত বিতরণ
চট্টগ্রামে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ (৫ম) সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বতন্ত্র কণ্ঠস্বরগুলো এক কন্ঠস্বরে রূপান্তর হলে অপারেজেয় শক্তির অভ্যুদয় ঘটে
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের আড়ম্বরপূর্ণ শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
৯৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মা দিবস ও অভিভাবক সমাবেশ
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইটা কঠিন
সীতাকুণ্ডে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা 
শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১তম বার্ষিকী

১৪টি স্বর্ণের বার ছিনতাইকালে আটক ৩:সিএমপি

নিজস্ব প্রতিবেদক
শুল্ক ফাঁকি দিয়ে অভিনব কৌশলে গোপনে স্বর্ণ আনন্দ হাত বদলের পরিবহনকালে সিএমপি’র কোতোয়ালী থানা এলাকায় স্বর্ণের বার ছিনতাই করাকালে ০৩ (তিন) জন আসামী গ্রেফতার, স্বর্ণ বহনকারী ভিক্সটম’সহ ১৪ (চৌদ্দ) টি স্বর্ণের বার উদ্ধার ও দ্রুত বিচার আইনে মামলা রুজু।

২৯ এপ্রিল সকাল সাড়ে ৭টায় পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে ভিকটিম কে ত্রাস সৃষ্টি করিয়া ভয়ভীতি প্রদর্শন করিয়া ১৪টি স্বর্ণের বার ছিনতাই অঘটনকালে আসামি ১। শাহরিয়ার কবির প্রঃ সুমন (৩৮), ২। মোঃ মাহমুদুল আলম (৫৩) ও ৩। মোঃ নিজাম (৪১)দেরকে আটক করিতে সক্ষম হন। উদ্ধারকৃত ১৪(চৌদ্দ)টি স্বর্ণের বার, মূল্য অনুমান ১,৮০,০০০০০/-(এক কোটি আঁশি লক্ষ) টাকা।

এজাহার নামীয় ও আরো অজ্ঞাতনামা ২/৩ জন আসামী আকস্মিকভাবে তাহার সামনে ভিকটিমকে আসামীরা আক্রমন করিলে তিনি চিৎকার করিয়া আশপাশের লোকজন ও কোতোয়ালী থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়া ৩জনকে আটক করে।

আসামীদের সহযোগী এজাহার বাকি আসামী ৪। মোঃ মনির (৪৮), ৫। জাহাঙ্গীর (৪৮) ও ৬। মোঃ মজিবুল হক (৫০)গণ কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আসামীদের ছিনতাই করার চেষ্টাকালে ১৪টি স্বর্ণের বার পুলিশ ভিকটিম নুরুল ইসলাম চৌধুরী এর নিকট হইতে উদ্ধার করেন।

মামলার তদন্তভার কর্মকর্তা এসআই (নিঃ)/ইমাম হোসেন এর উপর অর্পন করা হয়। উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

এজহার আসামীর হলেন ১। শাহরিয়ার কবির প্রঃ সুমন (৩৮), ২। মোঃ মাহমুদুল আলম (৫৩), ৩। মোঃ নিজাম (৪১), ৪। মোঃ মনির (৪৮), ৫। জাহাঙ্গীর (৪৮) ও ৬। মোঃ মজিবুল হক (৫৫)

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-
১। শাহরিয়ার কবির প্রঃ সুমন (৩৮), পিতা-মৃত কাজী মজিবুর রহমান, মাতা-মৃত কোহিনুর বেগম, সাং-২নং জালালবাদ, কুলগাঁও কাজী বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ মাহমুদুল আলম (৫৩), পিতা-মৃত মাহবুবুল আলম, মাতা-রওশন আক্তার, সাং-সাদেকনগর চৌধুরী বাড়ী, পোঃ-মির্জাপুর, সরকারহাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বাড়ী নং-২০, ৪র্থ তলা, শহিদ ভবন, রোড নং-২২, আগ্রাবাদ সিডিএ, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ নিজাম (৪১), পিতা-মৃত আব্দুর রব, মাতা-ছকিনা বেগম, সাং-ধর্মপুর, সাংবাদিক আতিক এর বাড়ী, পোঃ-হাজীরহাট, ৭নং ধানসিড়ি ইউপি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী, বর্তমানে-অক্সিজেন কয়লারঘর, ফটিকছড়ি আবাসিক এলাকা, আমান ম্যানশন, ৫ম তলা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।

ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়।
গ্রেফতারককৃত আসামীদের নাম-ঠিকানা যাচাই এবং বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
error: protected !!

Copyright© 2025 All reserved