আগামীকাল (১৪ই মে) রোজ বুধবার পাহাড়ে ঘেরা একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। যা একক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তন।
উক্ত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড.মোহাম্মদ ইউনুস।
তিনি দুপুর ১:৪৫ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হবেন এবং পঞ্চম সমাবর্তনে যোগ দিবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করবেন।
চবির পঞ্চম সমাবর্তনে প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস কে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি.লিট ডিগ্রী প্রদান করা হবে।
চবির সমাবর্তন শেষে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস বিকাল ৪:১০ মিনিটে হাটহাজারী উপজেলাধীন জোবরা গ্রামীণ ব্যাংক পরিদর্শন করবেন। গ্রামীণ ব্যাংক পরিদর্শন শেষে, ৪:৩০ মিনিটে তিনার পৈত্রিক নিবাস হাটহাজারী উপজেলাধীন বাথুয়া গ্রামের উদ্দেশ্য রওনা হবেন এবং বিকাল ৫:০০টায় সেখানে পৌঁছাবেন। সেখানে এক ঘন্টা অবস্থান করে সন্ধ্যা ৬:০০ ঘটিকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের দিকে রওনা হবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনকে ঘিরে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেজেছে নতুন সাজে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
উক্ত সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সনদ নেবেন প্রায় ২৩ হাজার সমাবর্তী।
গত ১২-০৫-২০২৫ ইং সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তন সম্পর্কে জানান,
সমাবর্তনের দিন সমাবর্তীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে খাবার ও গিফট আইটেম সংগ্রহ করতে পারবে। গিফটের মধ্যে থাকবে ব্যাগ, স্মরণিকা, কলম, পিন, ওয়ালেট ইত্যাদি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানান, কনভোকেশন টুপি গিফট হিসেবে প্রদান করা হবে।
চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব ২২ কিলোমিটার হওয়ায় শাটল ট্রেনের পাশাপাশি ১০০ টি বাস সকাল ৬:০০টা থেকে যাতায়াত শুরু করবে। সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের বাস ব্যতীত ক্যাম্পাসে আর কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না, তবে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট থেকে ক্যাম্পাসে শাটল বাসের ব্যবস্থা থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানান,৫ম সমাবর্তনে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এম. ফিল, ডিগ্রিসহ মোট ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। কলা ও মানববিদ্যা বিভাগে ৪৯৮৮ জন, বিজ্ঞান বিভাগে ২৭৬৬ জন, ব্যবসায় প্রশাসন বিভাগে ৪৫৯৩ জন, সমাজ বিজ্ঞান বিভাগে ৪১৫৮ জন, জীববিদ্যা বিভাগে ১৬৮৫ জন, ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭৯৬ জন, আইন বিভাগে ৭০৩ জন, শিক্ষা বিভাগে ৩১৭ জন, মেরিন সায়েন্স বিভাগে ২৮৪ জন, চিকিৎসা বিভাগে ২২৯৬ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেছেন।
এই সমাবর্তনের মোট বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা।
রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা পাওয়া গিয়েছে।
কনভোকিদের অগ্রিম গাউন, হুড ও টুপি দেওয়া শুরু হয়েছে। গাউন নেওয়ার জন্য প্রতিটি বিভাগে কনভোকিদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।
গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করতে কেউ সাথে নিয়ে এসেছেন, তার গর্ভধারিনী মাকে, কেউবা তার বাবাকে, কেউবা তার সন্তানকে, কেউবা তার স্বামীকে অথবা স্ত্রীকে। গাউন হুড ও টুপি হাতে পাওয়ার পর তারা ফটো স্টেশনে ব্যস্ত হয়ে পড়েছেন।
শিক্ষার্থীরা গাউন, হুড, টুপি তার মাকে, তার বাবাকে,তার প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে, কেউবা তার সন্তানকে পরিয়ে দিয়ে সম্মানিত করছেন।
সমাবর্তী শিক্ষার্থীরা তাদের পুরনো দিনের স্মৃতি স্মরণ করে আনন্দ উল্লাসে মেতে উঠেছে।