১৬ মে, শুক্রবার ‘মানবসেবা সংগঠন’-এর আয়োজনে চট্টগ্রামের হালিশহর নয়াবাজার বিশ্ব রোড এলাকায় পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। ভ্যাপসা গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত পথচারীদের প্রশান্তি দিতে এই মানবিক আয়োজন করে সংগঠনটি। শরবত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোবারক হোসেন রবিন, সদস্য ফজলে রাব্বি, নিহাল, শ্রাবণ, মিজানুর রহমান ও আব্দুল্লাহ আল ইয়ামিন। তাঁরা জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষের মাঝে মানবিকতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়া যায়।
এই আয়োজনে প্রায় ২৫০ জন পথচারীর মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়। অনেকেই শরবত পান করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
সংগঠনের সভাপতি মোবারক হোসেন রবিন জানান, আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। প্রচণ্ড গরমে একটু সহানুভূতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। মানুষ মানুষের জন্য আমরা সেই চেতনাকে সামনে রেখেই কাজ করছি।