চট্টগ্রাম ৫ আসনে হাটহাজারীতে জনপ্রিয় গণমানুষের নেতা ফজু ভাই মাঠে থাকবে ষড়যন্ত্র রুখে দিবে। এলাকায় শান্তি সন্ত্রাস চাঁদাবাজি দমনে গণদাবিতে দলীয় শৃঙ্খলা নিয়ম মেনে বিএনপি চেয়ারপারসনের সুদৃষ্টি আকর্ষণে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি দলীয় নেতাকর্মী সমর্থক এলাকার সর্বস্তরের জনসাধারণ। দলের দূর্দিন দুঃসময়ের কান্ডারী,যোগ্য প্রকৃত ত্যাগী বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক কে চূড়ান্ত মনোনয়নে পুনরায় বিবেচনায় রাজপথে গণ মিছিল প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ সড়ক অবরোধ করে এলাকার শান্তিপ্রিয় বিএনপির নেতাকর্মী সর্বস্তরের জনসাধারণ।
আজ ২১, নভেম্বর, শুক্রবার বিকেলে হাটহাজারীর মহাসড়কে গণমিছিল ভিক্ষুক সমাবেশ প্রতিবাদ মহাসড়ক প্রদক্ষিণ করে। চৌধুরীহাট ফতেয়াবাদ স্কুলের সামনে সড়ক অবরোধ করা হয়।
আন্দোলনকারী নেতাকর্মীরা প্রতিবাদে বলেন, ফজু ভাই মাঠে থাকবে ষড়যন্ত্র রুখে দিবে। সন্ত্রাস চাঁদাবাজি অশান্তি দাঙ্গা হাঙ্গামা থেকে শান্তির প্রিয় হাটহাজারীর পক্ষে গণ জনমানুষের নেতা ফজু ভাই। এ সময় আন্দোলনে বিভিন্ন স্লোগানে আওয়াজ তুলেন আন্দোলনকারীরা।
চট্টগ্রাম ৫ আসনে বিএনপির জননেতা ফজলুল হককে বারবার আশা প্রতিশ্রুতি সত্বেও প্রত্যাশিত মনোনয়ন না পাওয়ায় চরম আক্ষেপ ক্ষোভ গণ মিছিল ও প্রতিবাদ জানায়। মহাসড়ক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এ সময় বক্তারা বলেন, ফজলুল হক শুধু একজন রাজনীতিবিদ নয়। তিনি ধানের শীষের যোগ্য মনোনয়ন প্রত্যাশী । প্রবীণ রাজনীতিবিদ, চাকসুর সাবেক ভিপি, বিজিএমই এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও শিল্পপতি বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবক, সংগঠক, সেচ্ছাসেবী মানবিক কর্মগুণ বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্ব।
বক্তারা আরো বলেন, বর্তমানে মাঠে-ময়দানে কথিত বিএনপি’র নামে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসীদের উত্থান প্রতিরোধ ও দমনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একমাত্র ফজলুল হকের কাছে হাটহাজারীবাসী নিরাপদ।
খালেদা জিয়ার উপদেষ্টা এস এম ফজলুল হককে চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ আংশিক আসনে বিএনপির চুড়ান্ত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ ও গণ-মিছিল থেকে স্লোগান প্রতিবাদ জানায়।
গত দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার আমল ও ৯৪ এর পর থেকে রাজপথে মাঠে ময়দানে জানমালের ক্ষয়ক্ষতি ঝুঁকি সত্ত্বেও জনগণের তৃণমূল নেতাকর্মীদের দুর্দিন দুঃসময়ে পাশে ছিলেন। ত্যাগী নেতার জনপ্রিয়তা অপ্রতিদানযোগ্য ও এলাকার অন্যান্য রাজপথের নেতাদের শীর্ষে। প্রিয় নেতার বিগত দিনের অবদান আন্দোলনে নেতৃত্ব বাস্তব দৃষ্টান্ত হাটহাজারীর সাধারণ জনগণ তুলে ধরেন।
উল্লেখ্য : চট্টগ্রামের ১৬ টি আসনের দশটি আসন ঘোষণায় ছয়টিতেই নতুন মুখ। প্রকৃত ত্যাগী প্রবীণদের মনোনয়ন না পাওয়ায় দলীয় অভ্যন্তরে মনোনয়ন বঞ্চিত সমর্থকদের তীব্র আপত্তি অভিযোগ আন্দোলন বিক্ষোভ অবরোধ নানা কর্মসূচি পালন করেছেন। যা আলোচিত ব্যাপক সমালোচিত হয়েছে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া রাজনৈতিক মহল সর্বত্রই সারা দেশজুড়ে। সর্বস্তরের মানুষের মাঝে রাজনৈতিক বিদদের মুখে মুখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক কারণে রাকী ছয়টি আসন স্থগিত করা হয়।





