ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

পটিয়ায় মামলাবাজ মান্নানের বিরোদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম পটিয়ায় মামলাবাজ মান্নানের  বিরোদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। তার হয়রানি
ভোগান্তি নির্যাতনে অতীষ্ঠ নিরীহ সাধারণ লোকজন।

১৭সেপ্টেম্বর (মঙ্গলবার) পটিয়া প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।

পটিয়া পৌর সদরের ৭নং ওয়ার্ড বাহুলী খানকা শরীফ এলাকার আবদুল মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিরীহ লোককে হামলা করে ও মামলা দিয়ে হয়রানি নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। লোকজনের জায়গা দখল, জোর পূর্বক বাউন্ডারী ওয়াল নির্মাণ, ভাংচুর, গাছপালার ক্ষতিসাধন সহ আপন ভাই বোনের কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এ মান্নানের বিরুদ্ধে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোঃ আলমগীর জানান তাদের বাড়ী উপজেলার কচুয়াই ইউনিয়নের পশ্চিম আজিমপুর গ্রামে। তার পিতা নন্না মিয়া ১৯৮৮ সালে আবদুল মান্নান এর বাড়ীর সামনে ৭ শতক জায়গা ক্রয় করে। সেখানে ভাড়া ঘর নির্মাণ করে বাসা ভাড়া দেয়। মান্নান উক্ত জায়গা ক্রয় করতে চাইলে নন্না মিয়া রাজী হয়নি। এতে ক্ষুদ্ধ হয়ে মান্নান ২০১১ সালে আ’লীগের ক্ষমতা ব্যবহার করে নন্না মিয়া পরিবারকে হামলা চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে মিথ্যা মামলা দিয়ে নন্না মিয়া’র পরিবারকে হয়রানি সহ ভাড়াটিয়াদের উচ্ছেদ করে। হামলা মামলার ভয়ে দীর্ঘদিন নীরব থাকার পর গত ১২ সেপ্টেম্বর আলমগীর সহ তাদের পরিবারের লোকজন উক্ত জায়গায় গৃহ নির্মাণ করতে গেলে মান্নান সন্ত্রাসী লোকজন নিয়ে তাদের উপর চড়াও হয়। বাউন্ডারী ওয়াল ভাংচুর সহ গাছপালার ক্ষতিসাধন করে। এব্যাপারে আলমগীর পটিয়া থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শাহ্্জাহান চৌধুরীর সংশ্লিষ্ট না থাকলেও মান্নান শাহজাহান সহ নন্না পরিবারের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দেয় এবং মিডিয়ায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। মান্নানের বোন রাবেয়া বেগম জানায় পৈত্রিক জায়গা বিক্রয়ের জন্য মান্নান ভাই বোন থেকে পাওয়ার নিয়ে  জায়গা বিক্রয় করে কোটি টাকা আত্মসাত করে। এব্যাপারে প্রতিবাদ করলে রাবেয়া বেগম ও তার স্বামীকে ৮টি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে। এমনকি মান্নানের বিরুদ্ধে মান্নানের মা বাদী হয়ে মামলা দায়ের করে। বর্তমানে মান্নান ভাই বোনদের মামলার ভয় দেখিয়ে সম্পত্তি সহ কোটি টাকা আত্মসাত করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, রাবেয়া বেগম, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved