ঢাকা, বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র, ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

কয়রায় “সুন্দরবন নার্সিংহোমের ” দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন নার্সিহোম হোমের উদ্যোগে খেটে খাওয়া হতদরিদ্রদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুন্দরবন নার্সিংহোমে ফ্রি স্বাস্থ্য সেবাকেন্দ্রের মেডিকেল ক্যাম্পে এলাকার শিশু, দরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের নানা ধরনের রোগ,ডায়বেটিস পরীক্ষা ও শারীরিক সমস্যায় সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়।।সাফল্যের ২৩ বছর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সুন্দরবন নার্সিংহোমের সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচিতে ডাঃতন্ময় মন্ডল এমবিবিএস মেডিসিন, হৃদ্‌রোগ এবং মা ও শিশুসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজন পরিমাপ করা হয়।

বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। ফ্রি সেবা নিতে নিজের ৮ মাসের বাচ্চা নিয়ে এসেছেন রাবেয়া (২৯)। তিনি বলেন, সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। খবর পেয়ে আমার বাচ্চাকে নিয়ে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলেন এবং ফ্রি ঔষধ সেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা নিতে আসা শামসুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি বলেন, ‘কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ৬০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম।’

এই বিষয়ে সুন্দরবন নার্সিহোমের পরিচালক কামরুজ্জামান টুকু বলেন, ‘আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের
কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved