সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনকে কেন্দ্র করে অস্থীরতার পড় যখন দেশের রাষ্ট্রীয় সংস্কার কাজ চলছে কিন্তু এই সময়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ওসি কামাল হোসেনের ফেসবুক ওয়ালে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর সাথে একটি ছবি ভাসছে।
এই ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করার দাবী জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ জনগন।
এ বিষয়ে ত্রিশাল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কথা বললে তারা জানান, এই বিষয়টি তাদের নজরে পড়ছে। তারা দ্রুতই এই ফ্যাসিবাদী সরকারে সাথে যারা কাজ করেছে এবং এখনো সেই মনোভাব রাখছে দ্রুতই তাদের অপসারণ চায়, সে যেই হোক না কেনো।