ঢাকা, বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র, ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

পূর্ব রূপসায় মাছ ও সবজি বাজার স্থানান্তরের বিরুদ্ধে ব্যবসায়ীদের মৌনমিছিল

পূর্ব রূপসা বাজারের মাছ ও সবজি ব্যবসায়ীরা বাজার স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ এবং  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গতকাল ২৪ সেপ্টেম্বর দুপুরে  মৌন মিছিল করেছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের সুত্রে জানাযায় দীর্ঘ বছর যাবত সরকারের ফেরী ফেরী কুত বাজার ইজারা গ্রহণ করে বিধিমোতাবেক ব্যবসায়ীরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। হঠাৎ একটি মহল উক্ত স্থান হতে বাজার স্থানান্তরের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ফলে মাছ ও সবজি বাজার স্থানান্তর করা হলে ক্রেতারা ও সেখানে চলে যাবে  ফলস্রুতিতে মুদি ও মনহরী দোকানীরা ক্রেতার অভাবে বিবি-বাচ্চা নিয়ে পথে বসার উপক্রম হবে। যারকারণে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করণ ও বাজারের সাবাভিক পরিস্থিতি বজায় রাখার আবেদন জানান। এসময় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সভাপতি মীর ফিরোজ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন, আবুল হাজি, মো. মুহাসিন, বাচ্চু শেখ, মো. মারুফ শেখ, আকরাম শেখ, মো. গোলাম আযম, মো. নজরুল মোল্লা, হানিফ শেখ, মো. হাবিবুর রহমান, মো. মিজান হাওলাদার, লাভলু সরদার, আ: মান্নান, মো. শরিফুল ইসলাম, জিএম মিঠুন, পলক দেবনাথ, ওয়াহিদ শেখ, মুন্না শেখ, মো. আবুল হোসেন, মো. পান্নু সরদার, আ: রাজ্জাক, মো. কামাল শেখ, মো. মুরাদ শেখ সহ অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved