গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি নির্বাচিত বাবু সত্য নন্দ দত্ত হওয়ায় এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি শ্রী তপন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচলিত হয় এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু শ্রী মিঠুন দাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি নির্বাচিত হওয়ায় খুলনা তথা দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান বাবু সত্যানন্দ দত্ত কে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে অবস্থিত টিপনা দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর নবনির্বাচিত ট্রাস্টি বাবু সত্যানন্দ দত্ত। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ভক্ত বৃন্দ প্রদীপ জ্বালিয়ে,পুষ্প মাল্য দিয়ে ও পুষ্প ছিটিয়ে প্রধান অতিথি মহোদয় কে বরণ করে নেন। তাঁকে মন্দির কমিটি ও এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদভাগবত গীতা উপহার দেওয়া হয়।
সর্বশেষ সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন। শ্রী ব্রজেন ঢালী, শ্রী সত্যেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী অমিত মল্লিক,শ্রী মৃণাল দাস, শ্রী নিতাই দাস, শ্রী শিশির বিশ্বাস ,শ্রী বিকাশ মণ্ডল ,শ্রী অমর দেবনাথ, ফকির কৃষ্ণপদ মন্ডল, শ্রী শ্যামল দাস, শ্রী অসিম মন্ডল, শ্রী হেমন্ত মন্ডল, শ্রী পবিত্র মল্লিক প্রমুখ।