চন্দনাইশ প্রতিনিধি ;
চট্টগ্রামের চন্দনাইশে খালাতো বোনের মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজারের রামু এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘টচন্দনাইশে খালাতো বোনের মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজারের রামু থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গত মঙ্গলবার দিবাগত রাতে ঘটনার পরের দিন ভুক্তভোগীর বাবা আনোয়ার হোসেন থানায় মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকার নানার বাড়িতে কলেজ শিক্ষার্থী আরজু আক্তারকে হত্যা করে পালিয়ে যায় তার খালাতো মামা নাজিম উদ্দিন।
একইসঙ্গে ওই কলেজ শিক্ষার্থীর নানা ৭০ বছর বয়সী আব্দুল হাকিম ও নানী ৬০ বছরের ফরিদা বেগমকে কুপিয়ে জখম করেন নাজিম। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।