নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার চাইলেন মীরসরাই উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত নারী ইউপি সদস্য শামীমা আক্তার সাথী।
গতকাল ১৯ এপ্রিল ২০২৫ সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কান্নাজড়িত কণ্ঠে নিজের ওপর এবং তার স্বামীর ওপর চালানো বর্বরোচিত হামলার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “আমি একজন জনপ্রতিনিধি, অথচ আমার নিজের বাড়িতেই নিরাপত্তা নেই। আমি বিচার চাই—দেশবাসী, প্রশাসন, সকলের কাছে।”
১২ এপ্রিলের ভয়াবহতার সেই সকালের কথা
সংবাদ সম্মেলনে শামীমা আক্তার সাথী জানান, গত ১২ এপ্রিল ২০২৫ ইং, সকাল ৮টা ৪৫ মিনিটে তার নিজ বাড়িতে হামলা চালানো হয়। অভিযুক্তরা হচ্ছেন তার প্রতিবেশী এবং একই বাড়ির বাসিন্দা সালাউদ্দিন সোহেল, তার স্ত্রী শারমিন আক্তার এবং মা মনোয়ারা বেগম। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হঠাৎ সালাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে আক্রমণ করে। ইউপি সদস্য শামীমা আক্তার সাথী বলেন, “সে আমার গলা চেপে ধরে, চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার স্ত্রী ও মা এসে আমাকে মারধর করে এবং গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।”
স্বামীকেও রেহাই দেয়নি হামলাকারীরা
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার স্বামী আবু আহামদ যখন তাকে রক্ষা করতে এগিয়ে যান, তখন মনোয়ারা বেগম ঘর থেকে একটি ধারালো বটি এনে সালাউদ্দিনের হাতে তুলে দেয়। সালাউদ্দিন সেই বট দিয়ে তার স্বামীর গলায় কোপ মারার চেষ্টা করে। কোপটি মাথায় পড়লে তার স্বামীর মাথায় ৬টি সেলাই করতে হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
থানায় অভিযোগ, পরে মামলা
প্রথমে মীরসরাই থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি। পরবর্তীতে আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হয়েছে মামলা ১৩০নং: ১৩০/২০২৫ মামলারধারাসমূহ:৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬ দণ্ডবিধি।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, জনপ্রতিনিধির আকুতি
ঘটনার প্রত্যক্ষদর্শীরা তার বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন বলেও জানান শামীমা আক্তার। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমি চাই দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা হোক। যেন দেশের কোনো নারী, কোনো জনপ্রতিনিধি এমন নিরাপত্তাহীনতায় না পড়ে।”এই বিষয়ে প্রতিপক্ষ সালাহ উদ্দিন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান তাদের সাথে জায়গা জমি সংক্রান্ত ধরে কোর্টে মামলা চলমান রয়েছে। যার মামলা নং ১৩৩/২৫। তিনি এই বিষয়ে যে অভিযোগ গুলো করছেন সেগেুলো মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে যেটা সত্য তা তিনি উল্লেখ করেননি।