ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ, ১৪৩২, ১৮ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন
চট্টগ্রাম মিডিয়া ফোরাম’র ঈদপুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক

বাগেরহাটের রামপাল ৫৩০ জন নারী ও পুরুষ নতুন করে ফিরে ফেলেন চোখের আলো

অন্ধত্ব প্রতিরোধ করুন এই স্লোগান কে সামনে রেখে গত ১৭ই মে ২০২৪, বড়দিয়া হাজি আরিফ মাদ্রাসা, রামপাল, বাগেরহাটে বিনা মুল্যে দিনব্যাপি চক্ষু শিবিরের আয়োজন করে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাব, জেলা ৩১৫ এ২। ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষু শিবিরে মোংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোড়লগঞ্জ, সরণখোলা, দাকোপ, বটিয়াঘাটা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ৫৩০ জন রোগীকে বাছাই করা হয়।

বাছাইকৃত ছানি রোগীদের ২৫ মে থেকে ১৩ জুন ২০২৪ ঢাকায় ৩৭৩ জনকে “ডাচ আই হাসপাতালে” বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও সেবা দেয়া হয়।

চক্ষু শিবিরে নেত্র নালী ও মাংস বৃদ্ধি অপারেশনের জন্য বাছাইকৃত ১২৩ জন রোগীর মধ্য থেকে ৮২ জন রোগীকে খুলনার স্বাস্থ্যসেবা ক্লিনিকে ৩০ শে জুন থেকে ১১ই জুলাই, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অপারেশন সম্পন্ন করা হয়েছে। এ বছর মোট ৪৫৫ জন রোগীর অপারেশন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ, ২০০৯ সাল থেকে এই পর্যন্ত ছয় হাজারেরও অধিক ছানি পড়া, মাংস বৃদ্ধি, নেত্রনালী, রোগী বিনা মূল্যে অপারেশনের মাধ্যমে তাদের দৃষ্টি ফিরে পেয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved