ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

বাগেরহাটে পবিসবো,র জিএম, এর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ (পবিস) পল্লীবিদ্যুৎ সমিতি সারা দেশে ৮০ টি সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারিরা এক যোগে কর্ম বিরতি শুরু করেছে। ১লা জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ৭ম দিনের মত বাগেরহাটেও সকল কর্মচারি-কর্মকর্তা কর্ম বিরতী পালন করেছে। রবিবার সকাল ১০টায় বাগেরহাট পোলঘাট পবিস,র অভ্যান্তরে যশোর পবিস,র সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ইছাহাক আলী,র অনিয়ম-দূনীতি তুলেধরে তার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ এবং আগুনে পুড়িয়ে ৬শ কর্ম কর্তা- কর্মচারি এই কর্মবিরতি পালন করে।

জিএম কতৃক পল্লী বিদ্যুতায়ন বোর্ডসমিতি সমূহে শোষন, নির্যাতন, নিপীড়ন, মানহীন মালামাল ক্রয়, গ্রাহক ভোগান্তি এবং সকল চুক্তি ভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবিতে সকল পবিস,র সাথে একাত্মতা ঘোষনা করে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পোলঘাট এলাকার প্রধান কার্যালয়সহ ১০টি জোনাল ও একটি সাব-জোনাল অফিসের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন।

সপ্তাহ ব্যপী চলা কর্মবিরতিতে যোগ দেয়া কর্মকর্তা-কর্মচারীদের দাবী আদায় লক্ষে বক্তব্য রাখেন, মোঃ রাসেল শহীদ এজিএম(ওএন্ডএম) (কনা মনা) বিলিং সহকারী শারমিন কেয়া, বিলিং সহকারী ফারহানা, লাইন টেকনিশিয়ান আবু মুসা, এস অর সিএম জাকারিয়া, লাইন ক্রু (লেভেল-১)রাজু আহমেদ.মিটার টেষ্টার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদ্যুৎ বিভাগের নির্দেশ অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক পল্লী বিদ্যুৎ সমিতির উপর শোষন, নির্যাতন, নিপীড়ন,বিদ্যুতের মানহীন মালামাল ক্রয়, গ্রাহক ভোগান্তিসহ কর্মকর্তা-কর্মচারীদের উপর নানা রকম বৈষম্য করে আসছে।‘ আর এই পল্লীবিদ্যুতায়ন বোর্ডে দালাল যশোর পবিস,র সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ইছাহাক আলী ।

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের কোন স্থান নাই’। একই স্হানে দুই আইন থাকতে পারে না। অবিলম্বে বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড চালু করার জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তরা জোরালো ভাবে বলেন প্রধান মন্ত্রী আমাদের দাবী আদায়ে আশ্বস্ত করলে তবেই আমরা ঘরে ফিরবো, না হলে আমাদেরকর্মসূচি অব্যাহত থাকবে। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved