ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসাবে যোগদান করলেন মোহাম্মদ বেলাল হোসেন

সংবাদ বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক বহমান বাংলা` পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ বেলাল হোসেন (১৪, জুলাই , ২০২৪ ) সাপ্তাহিক বহমান বাংলা` পত্রিকার সম্পাদক আতাউল হাকিম আরিফ স্বাক্ষরিত এক নিয়োগ পত্রে তাকে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান হয়।

২০০১ সালের  ০১ মার্চ মাসে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ০৯ নং ওয়ার্ড’র সম্মানিত জনাব, ফারুকুল ইসলাম এর পুত্র।

উনার পড়াশোনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি বি এস এস অধ্যায়নরত। তিনি একজন মেধাবী ছাত্র, সংগঠক ও শিক্ষানুরাগী ভালো মনের মানুষ।

এক অদম্য সাহসী সাংবাদিক। তিনি ২০২২ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম প্রতিনিধি উন্মোচন টেলিভিশন এ কর্মরত আছেন। তিনি আরো বিভিন্ন পত্রিকা যেমন, নিউজ বাংলাদেশ প্রতিদিন, দৈনিক লিখনী সংবাদ, দৈনিক দিনের আলো, পত্রিকার সাথে স্টাফ রিপোর্টার চট্টগ্রাম, আরো অন্যান্য পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে।

তিনি অসংখ্য সংগঠনে দায়িত্বরত আছেন। প্রচার সম্পাদক, ছাত্রসেনা ৯ নং ওয়ার্ড শাখা।
তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর চট্টগ্রাম জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বরত।

তিনি চান দেশ, জাতির ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। এবং দেশের সকল গরিব মানুষের ন্যায্য অধিকার এবং সরকারি সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে এবং দূর্নীতি বাজদের মুখোশ উন্মোচন করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন। তিনি তার সারাজীবন মানুষের সেবাতে নিয়োজিত রাখতে চান। উনার নিউজ লিখতে ভালো লাগে। তিনি এক চমৎকার সুন্দর চরিত্রের অধিকারী।

ইতিমধ্যে উন্মোচন টেলিভিশন, পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে।

সাপ্তাহিক বহমান বাংলা বিশেষ প্রতিনিধি  হিসেবে দায়িত্ব পেয়ে সর্বদা সৎ ও সাহসের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।

সংবাদ সংক্রান্ত বিষয়ে জানাতে।

ইমেইল: [email protected] এবং (+971564305244 এবং +971566027986) এই নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্ববান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved