ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

পঞ্চোদশ বারের মত আব্দুল মালেক রনির লাল ভালোবাসা প্রদান

চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন মোঃ রনি। তিনি মানুষের উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করেন।

পটিয়ার গাউছিয়া কমিটি বাংলাদেশ ১৩ নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন , ৩ নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক মোঃ আব্দুল মালেক রনির প্রতিবারের মতো এবারও ১৫ম তম (রক্ত) লাল ভালোবাসা প্রদান করেন।

আজ রবিবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে রেড ক্রিসেন্ট আন্দরকিল্লা শাখায় ১৫ তম বারের রক্ত লাল ভালোবাসা প্রদান করেন।

মোঃ আব্দুল মালেক রনি একজন মানব দরদী। তিনি সকলের বিপদে আপদে পাশে থাকেন। তিনি যাদের রক্তের প্রয়োজন তাদের কাছে দূরে চলে যায় রক্ত লাল ভালোবাসা প্রদান করার জন্য। তিনি রাজনৈতিক দলের কেউ নন। বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থেকেই নিজেকে গরিব অসহায় মানুষদের জন্য সহযোগিতা করে থাকেন। তিনি প্রায় সময় অসুস্থ বা যাদের রক্তের প্রয়োজন তাদের রক্ত দিয়ে আসছে। কেননা অনেকেই আছে যারা রক্তের জন্য মারা যায়, জরুরী মূহুর্তে রক্ত পাওয়া যায় না। তাদের জন্য তিনি নিজেকেই বিলিয়ে দেন।

অনেকেই (রক্ত) লাল ভালোবাসা প্রদানের মাধ্যমে নতুন জীবন ফিরে পাওয়া। যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা। এই স্লোগানের এবং রক্তদানের মাধ্যমে বিশ্বে মানবতা জয় করবো।

যেখানে রক্তের প্রয়োজন, সেখানে আমরা রক্তদাতারা এগিয়ে যাব। যাতে রক্তের অভাবে কেউ জীবনের ঝুঁকিতে না পড়ে।

মোঃ আবদুল মালেক রনি বলেন, তিনি ১৫ তম বারের মতো রক্ত দিয়ে নিজেকে ধন্য মনে করে। কারণ এই রক্তের কারণে অনেকের জীবন মৃত্যুর মুখে ঠেলে পড়ে। আর আমরা যারা রক্ত দাতা আছি, রক্তহীনদের রক্তদান করে তাদের নতুন জীবন ফিরিয়ে দেই।

আমাদের প্রত্যেকেরই উচিত সকলের বিপদে আপদে এগিয়ে আসা। গরিব অসহায় মানুষদের সহযোগিতা করা। রক্ত লাল ভালোবাসা প্রদানে এগিয়ে আসা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved