পটিয়া অটো টেম্পো, টেক্সী সিএনজি, রাভী, টাটা এইচ, মাহিন্দ্রা পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ প্রধান কার্যালয়: হাজী কবির মার্কেট এর ভিতরে, কলেজ রোড, পটিয়া রেজি নং- ৭৩৫০/৩১০, এক জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে অত্র সমিতির সকল সদস্যগনদের অবগতির জন্য জানান , আগামী ১৫ই নভেম্বর ২০২৫ইং, রোজ-শনিবার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারন সভা কর্ণফুলী কমিউনিটি সেন্টারে সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অনুষ্টিত হবে।
উক্ত নিবার্চন ও সাধারন সভায় প্রত্যেক (কার্ড ধারী)সদস্যদের কে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকার সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। এতে কার্ড ব্যতীত কোন সদস্য নির্বাচনে অংশ গ্রহন করিতে পারবেন না বলে উল্লেখ করা হয়।
বি:দ্র: ঐদিন বিকাল ৪টার পরে ভোঠ গণনার করে নির্বাচনী ফলাফল ঘোষনাকরা হবে। সমিতির সংশ্লিষ্ট সুএে জানায় যায় যায়।
বিষয়টি নিশ্চিত নিবার্চন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সুএে জানায় যায়, অন্তবর্তি ব্যাবস্তাপনা কমিটির অধীনে সমিতির ত্রি-বার্ষিক কার্যকরী ব্যাবস্তাপনা কমিটি নির্বাচন। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭৬২ জন।